“দেখা হয় নাই চক্ষু মেলিয়া/ ঘর হতে শুধু দুই পা ফেলিয়া/ একটি ধানের শিষের উপরে/ একটি শিশির বিন্দু ।” - রবীন্দ্রনাথ ঠাকুর
The place where I was born, is Tufanganj, a subdivision Cooch Behar. It is neither town nor a village. Irrespective of its status of village or town, it is my favorite. I have completed my primary education from my favorite school Sarada Sishu Tirtha. After that I have completed my secondary and higher secondary education from Tufanganj N.N.M. High School. Finally I got my Bachelor Of Engineering degree from Jadavpur University in Computer Science & Engineering. I was attracted by photography in my childhood. I was too curious about the working principle of camera and I found it magical that a little camera can store a lot of beautiful images. Since then I had a dream of a camera by which I can capture and store the beauties of nature in its film. With the beginning of digital era digital cameras have replaced those analog film cameras. I started my photography with a digital camera, Nikon Coolpix L20. Currently I am using Nikon Coolpix P510 for my photography. The purpose of this blog is to publish my bird photography to World Wide Web.
নিজের সম্পর্কে বলা টা বেশ কঠিন ব্যাপার । ভালো কিছু বললে মনে হবে খুব অহংকারী । আর খারাপ কিছু বললে মনে হবে মাত্রাতিরিক্ত বিনয়ী । মূক থাকাটাই তাই বুদ্ধিমানের লক্ষণ । কিন্তু নিজের সম্পর্কে বলার সুযোগ পেলে বুদ্ধিভ্রংশ হতে পারে । তাই সমস্ত চিন্তা ভাবনা ছেড়ে নিতান্ত মূর্খের মতোই কিছু বলে ফেলি নিজের সম্পর্কে ।
যেখানে আমার জন্ম সেই জায়গা কে শহর না বলে মোটামুটি গ্রাম বললেই চলে – কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমা । না না নিন্দে করছি না নিজের জন্মভূমির । আমার জন্মভূমি গ্রাম শহর যাই হোক না কেন তা আমার কাছে অত্যন্ত প্রিয় । ছোটবেলায় পড়াশোনা করেছি আমার প্রিয় স্কুল সারদা শিশু তীর্থে । তারপর তুফানগঞ্জ নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল উচ্চ(উচ্চতর) বিদ্যালয় থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক । এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী পেয়েছি । ফটোগ্রাফি ছোটবেলা থেকেই আমায় খুব টানতো । একটা ছোট ক্যামেরা কিভাবে এতো সুন্দর ছবি ধরে রাখতে পারে তা সম্পর্কে আমার অত্যন্ত কৌতূহল ছিল । তখন থেকেই শখ ছিল একটা ক্যামেরার যা দিয়ে পৃথিবীর সমস্ত সৌন্দর্য্য বন্দী করে রাখতে পারবো ক্যামেরার রিলের মধ্যে । বর্তমানে সেই সব অ্যানালগ ক্যামেরাকে সরিয়ে দিয়ে ডিজিটাল ক্যামেরা চলে এসেছে । এরকমই একটা ডিজিটাল ক্যামেরা নিকন কুলপিক্স এল ২০ এর মধ্য দিয়ে আমার ছবি তোলার হাতে খড়ি । এরপর অনেক ক্যামেরাই ব্যাবহার করে ছবি তুলেছি বন্ধুদের কল্যাণে । তবে বর্তমানে আমার ছবি তোলার সঙ্গী নিকন কুলপিক্স পি ৫১০ । সব ধরনের ছবি তুলতেই আমার ভালো লাগে তবে পাখিদের ছবি তোলার প্রতি আমার একটা বিশেষ আকর্ষণ আছে ।