Scientific Name
Spilornis cheela
Bengali Name
Tila Baj, Shapkheko Baj, Sabchur | তিলা বাজ, সাপখেকো বাজ, সাবচুর
Description
It is a large big headed raptor with black and white crest, full when erected. Black and white pattern on wings and tails. Underparts fulvous brown, barred with black and white. During flight white bar in the tail and similar two bars in wings help to identify. Sexes alike.
Distribution
It is a resident of the better wooded parts of Indian Union in Himalayas upto 2000 meter, Bangladesh, Pakistan, Sri Lanka, Myanmar.
Food
Reptiles like snakes and lizards, small birds, amphibians, fishes.
Habits
Inhabitant of well-watered and well-wooded areas. It searches its prey from branch high up in a tree. Can be spotted in pairs soaring in wide circles high in the air. Its call is like a high pitched screaming whistle “kek-kek-kek-kek-kee”.
Nesting
December to March is its nesting season. It creates its nests in high branches of tree with stick platform and green leaves. Lays one creamy yellowish egg blotched with reddish brown.
বিবরণ
এটি কালো এবং সাদা ঝুঁটিযুক্ত বড় মাথাওয়ালা শিকারি পাখি। এটি তৈরি করার পরে পূর্ণ। ডানা এবং লেজে কালো এবং সাদা ছিট ছিট দাগ থাকে। দেহের নিম্নাংশ বাদামী, তাতে কালো ও সাদা দাগ থাকে। ওড়ার সময় লেজের সাদা রঙের পটি এবং ডানাগুলিতে অনুরূপ দুটি পটি সনাক্ত করতে সহায়তা করে। স্ত্রী ও পুরুষ একই রকমের দেখতে হয়।
বিস্তার
ভারতবর্ষে হিমালয়ের 2000 মিটার পর্যন্ত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার এর বেশী-গাছপালাযুক্ত অঞ্চলের বাসিন্দা।
খাদ্য
সাপ এবং টিকটিকি, ছোট পাখি, উভচর, মাছ।
স্বভাব
জলাশয় ও গাছপালাযুক্ত অঞ্চলে বাস করে। গাছের উঁচু থেকে ডাল থেকে শিকারের সন্ধান করে। অনেক সময় একজোড়া পাখিকে অনেক উঁচুতে ঘুরে ঘুরে পাক দিতে দেখা যায়। উঁচ্চ স্বরে চিৎকারের মতো "কেক-কেক-কেক-কেক-কে" শব্দে শিস দেয়।
বাসস্থান
ডিসেম্বর থেকে মার্চের মধ্যে বাসা বানায়। গাছের উঁচু ডালে কাঠি ও সবুজ পাতা দিয়ে বাসা বানায়। একটি লালচে বাদামী ছিটযুক্ত হলদেটে ডিম দেয়।
Story
The above photo was taken in Nagarhole National Park, Karnataka. It was taken with 18-55mm lens and Nikon D3200 camera so the quality is not good.
|
No comments:
Post a Comment