Great Tit | রামগাংরা


Scientific Name
Parus major

Bengali Name
Ramgangra | রামগাংরা



Description
Size is similar as sparrow. Head is glossy black which is continuous to his throat through neck ring, the region under eye is white, a black continuous thick line is there from lower mandible to end of tail. Back is grey and belly and under coverts of tail is white except that line. Sexes alike.

Distribution
Can be spotted throughout the Indian Union, Bangladesh. Absent above 2000 meters of elevation in Himalayas.

Habits
Can be spotted in well-wooded localities. Absent is dense forests. The bird is very quick, jumps from a branch to another and can cling from the tree skin in any position. In the breeding season the male utters a whistling song like “Whee-Chichi, Whee-Chichi, Whee-Chichi”.

Nesting
Its nesting season is from February to November. It uses feathers, dry grasses to build its nest in tree hole or earth cutting. Lays 4 to 6 eggs. The eggs are white or pinkish white and speckled with reddish brown color. Male and female both share parental duties.



বিবরণ
আকারে চড়ুইয়ের সমান। স্ত্রী ও পুরুষ একই রকমের দেখতে হয়। মাথার রঙ চকচকে কালো ও ঘাড়ের উপর দিয়ে গলা পর্যন্ত বিস্তৃত। চোখের নীচের অংশের রঙ সাদা। নীচের চঞ্চুর থেকে একটা মোটা কালো রেখা লেজের শেষভাগ পর্যন্ত বিস্তৃত। দেহের উপরিভাগের রঙ ধূসর। পেট সহ দেহের নীচের অংশ সাদা।

বিস্তার
পুরো ভারতবর্ষে ও বাংলাদেশে দেখা যায়। হিমালয়ে ২০০০ মিটার উচ্চতার উপরে অনুপস্থিত।

খাদ্য
শস্যদানা, ফুলের কুঁড়ি, বাদাম, ফল, কীটপতঙ্গ, তাদের লার্ভা ও ডিম প্রধান খাদ্য।

স্বভাব
গাছপালাযুক্ত অঞ্চলে দেখা যায়। খুব গভীর জঙ্গলে দেখা যায়না। এক ডাল অন্য ডালে ঘুরে বেড়ায় খাবারের খোঁজে। গাছের থেকে যেকোনো অবস্থানে ঝুলে থাকতে পারে। প্রজনন ঋতুতে পুরুষ পাখি “উই-চি, উই-চি” বলে শিসের আওয়াজ করে গান গায়।

বাসস্থান
ফ্রেব্রুয়ারী থেকে নভেম্বরের মধ্যে বাসা বানায়। পালক, শুকনো ঘাস দিয়ে গাছের কোটরে বা মাটির গর্তে বাসা বানায়। ৪ থেকে ৬ টা লাল-বাদামী দাগওয়ালা সাদা বা গোলাপী সাদা রঙের ডিম দেয়। স্ত্রী পুরুষ উভয়েই অভিভাবকের দায়িত্ব পালন করে।

Story
It was winter of year 2016. I had taken leave from my office to spend time with family. So, I travelled to my hometown, Tufanganj from Kolkata. At present most of my school friends don't reside in Tufanganj for their higher education and job. Subhajit da was there in the town. I use "da" after his name and use "Subhajit da" for addressing him. "da" was added because he is one year older than me. At that time he got a new job and he was daily commuter to his job location. His home is not far away from my home. One day I visited his home to meet him and for some adda. He bought a new bike to reduce the burden of communication to his job location. He offered me to ride his bike and roam in the town. I accepted his offer and seated on the backseat of his bike. We travelled inside the town and went to the riverside. There is a big old peepal tree beside the river. We seated on a bamboo chair and continued our adda. Then I saw a little bird with white and black color. It was carrying food in its mouth. I was carrying my camera with me. So, I did not waste time and captured some photos of the bird. The above photo is from that day.

No comments:

Post a Comment