Yellow-Legged Green Pigeon | হলদেপা হরিয়াল


Scientific Name
Treron phoenicoptera

Bengali Name
Hariyal, Holud pa hariyal, Botkol | হরিয়াল, হলুদপা হরিয়াল, বটকল



Description
Size is same as normal domesticated pigeons. The head, wings and tail are olive green and ashy. Wings have clear bar of yellow. From the back of the head till the beginning of wings color is yellow. The foots are conspicuously yellow. This is why it is called yellow-legged or yellow footed. Sexes alike.

Distribution
Can be spotted throughout the Indian union and Bangladesh.

Food
Fruits and berries are its food.

Habits
Gregarious and arboreal bird. Can be spotted in banyan or peepal trees roadside. It loves to eat the fruits of banyan and peepal trees. They hops from one branch to another to eat the ripe fruits. As their dominant color is olive green they can create a perfect camouflage sitting in the trees.

Nesting
It creates its nest from March to June. It uses small sticks, dry grasses to build its nest on tree trunk on a medium sized tree. Lays 2 eggs, white color.

Special Information
Yellow-legged Green Pigeon is state bird of Maharashtra, India.



বিবরণ
আকার পোষা পায়রাদের মতো। মাথা, ডানা ও লেজের রঙ জলপাই সবুজ ও ছাই রঙের। মাথার শেষদিক থেকে বুকের শুরু পর্যন্ত হলুদ রঙ। পেটের দিক থেকে লেজের শেষ পর্যন্ত ছাইরঙা। ডানায় স্পষ্ট হলুদ দাগ থাকে। পায়ের রঙ হলুদ দেখে এদের হলদেপা হরিয়াল বলে। বটগাছে দেখা যায় দেখে বটকলও বলা হয়।স্ত্রী পুরুষ পাখি একই রকমের দেখতে হয়।

বিস্তার
পুরো ভারতবর্ষ ও বাংলাদেশে দেখতে পাওয়া যায়।

খাদ্য
ফল ও জাম জাতীয় খাদ্য খেয়ে বেঁচে থাকে।

স্বভাব
বৃক্ষাচারী ও দলপ্রিয় পাখি। একসাথে দল বেঁধে চলাফেরা করে। রাস্তার ধারের বট বা অশ্বত্থ গাছে দল বেঁধে ফল খেতে আসে। এক ডাল থেকে অন্য ডালে চলাফেরা করে পাকা ফলের খোঁজে। গায়ের রঙ জলপাই সবুজ হওয়ার জন্য সহজে বোঝা যায়না প্রায় গাছের পাতার সঙ্গে মিশে থাকে।

বাসস্থান
মার্চ থেকে জুন মাসের মধ্যে বাসা তৈরী করে। ছোট কাঠি ও শুকনো ঘাস ডালপালা দিয়ে মাঝারি বা বড় গাছের গুঁড়ির খাঁজে বাসা বানায়। দুটো সাদা চকচকে ডিম দেয়।

বিশেষ তথ্য
হলদেপা হরিয়াল বা বটকল হল মহারাষ্ট্রের রাজ্য পাখি।

Story
The above picture was taken during the durga puja festival. I went to home to spend the Durga Puja with family. I cannot remember the exact day. I can remember that the atmosphere was clear and white clouds had created a beautiful view on blue sky. The day was little hotter than usual. I was roaming with my friend Chiranjit by bicycle. We had travelled about 15 kilometers and reached the riverside peepal tree using a different route. We sat there to take rest. Then I saw a flock of green birds eating fruits from peepal tree beside the river. Initially I thought that those are normal pigeons but by zooming my camera lens I found that those are yellow-legged green pigeons.

No comments:

Post a Comment