Scientific Name
Halcyon capensis
Bengali Name
Meghhou Machranga, Guriyal | মেঘহও মাছরাঙা, গুরিয়াল
Description
The size of the bird is like pigeon. It has a very strong long bill of red color. Head is brown, Wings are greenish blue. Neck and under parts are yellowish brown. Sexes alike.
Distribution
Can be spotted throughout the Indian union except the arid areas and Bangladesh.
Food
Its diet chart contains fishes, frogs, crabs and other small reptiles. Occasionally eats other small birds and their eggs.
Habits
A single or a pair can be spotted near lakes, rivers, ponds etc. It perches on telegraph wires or cables for catching its food. Its way of hunting is similar to small kingfisher but it does not hover and plunge from air. Its call is like cackling “ke-ke-ke-ke-ke”.
Nesting
Nesting season is from January to July. Its nest is similar to other kingfishers. It digs its nest in river banks or lives in hole of tree trunk. Lays 4 to 5 eggs. Eggs are glossy white in color.
বিবরণ
আকারে অনেকটা পায়রার সমান। লম্বা লাল রঙের চঞ্চু এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য। মাথার রঙ বাদামী, ডানার রঙ সবুজ নীল। ঘাড় ও শরীরের নীচের অংশের রঙ হলদে বাদামী। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একইরকম।
বিস্তার
ভারতবর্ষের শুষ্ক অঞ্চলগুলো বাদ দিয়ে পুরো ভারতে ও বাংলাদেশে দেখা যায়।
খাদ্য
মাছ, ব্যাঙ, কাঁকড়া ও ছোট সরীসৃপকে খাদ্য হিসাবে গ্রহণ করে। মাঝে মাঝে অন্যান্য ছোট পাখি ও তাদের ডিম খায়।
স্বভাব
একা বা একজোড়া কে নদী, ঝিল বা পুকুরের আশেপাশে দেখা যায়। টেলিগ্রাফের তার বা অন্য কোনো তারের উপর শিকারের সন্ধানে বসে থাকে। শিকারের কৌশল অনেকটা ছোট মাছরাঙার মতো কিন্তু এরা উপরে উড়ে থেকে ঝাঁপ দিয়ে শিকার করেনা। অনেকটা হাসির মতো “ক্যা-ক্যা-ক্যা-ক্যা-ক্যা” করে ডাকে।
বাসস্থান
জানুয়ারী থেকে জুলাইয়ের মধ্যে বাসা বানায়। বাসা অন্যান্য মাছরাঙাদের মতোই। নদীর তীরে বা গাছের গুঁড়িতে গর্ত করে বাসা বানায় ও থাকে। ৪ থেকে ৫ টা চকচকে সাদা রঙের ডিম দেয়।
Story
During my visit to different places for bird photography I meet different types of people. Some ignores me, some interrogates me, some helps me with their knowledge and some tries to humiliate me. Last time when I clicked the above photo I was humiliated by a stranger. These kinds of people are worst in our society who feel proud or superior by humiliating others. I can remember the incident clearly. It was afternoon and I was pedaling my bicycle slowly because the road was full of stone chips. Beside the road, above a pond the bird was sitting on a cable. So, I stopped there and started capturing photos. There was a house beside the pond. A family was sitting there and enjoying the sun in winter. Suddenly a member from the family started to insinuate me by passing derogatory comments about my photography and my 14 years old bicycle. Instead of stopping him the other family members joined him and started laughing at me. I continued clicking and had not confronted them. Finally they threw stone to the bird to drive it away. Luckily I had clicked sufficient photos before that.
|
This got a new genus, Pelargopsis capensis. Good job.
ReplyDelete