Red-Wattled Lapwing | হট্টিটি


Scientific Name
Vanellus indicus

Bengali Name
Hottiti, Lal Latika Hottiti | হট্টিটি, লাল-লতিকা হট্টিটি



Description
Sexes alike. It has bronze brown wings, tail is small and black. Head, neck and breast is black. A broad white band starting from neck running down the sides of the neck and cover underparts. A red cover around the eyes continued to the upper mandible. Lower mandible is also red. The front part of upper and lower mandibles are black.

Distribution
Can be spotted throughout the Indian union and Bangladesh. Absent above 1800 meters of elevation in himalayas.

Food
It takes insects and molluscs as food.

Habits
Can be spotted in ploughed fields or near river. Always alerted and vigilant. It flies to a safe place for any kind of intrusion and alerts others with its loud penetrating sound “hot-ti-ti, hot-ti-ti” or “Did-he-do-it,did-he-do-it” repeatedly.

Nesting
Nesting season is from March to August. Lays 4 eggs. Eggs are greyish brown color blotched with blackish. The eggs are laid on bare grounds of wasteland. The eggs create camouflage with pebbles or ground and very difficult to distinguish.



বিবরণ
স্ত্রী ও পুরুষ দেখতে একই রকম। রুপোলী বাদামী ডানা, লেজ আকারে ছোট ও কালো। মাথা ঘাড় ও বুকের রঙ কালো। ঘাড় থেকে শুরু করে দেহের দুপাশ বেয়ে নীচ পর্যন্ত অংশ চওড়া সাদা। উপরের চঞ্চু থেকে চোখ পর্যন্ত রঙ লাল। নীচের চঞ্চুর রঙও লাল। চোখের চারিদিকে লাল রঙ থাকে। চঞ্চুর সামনের দিকের সামান্য অংশ কালো।

বিস্তার
পুরো ভারতবর্ষ ও বাংলাদেশে দেখতে পাওয়া যায়। ১৮০০ মিটারের উপরে অনুপস্থিত।

খাদ্য
কীটপতঙ্গ ও শামুক জাতীয় প্রাণী খাবার হিসাবে গ্রহণ করে।

স্বভাব
চাষের জমি বা নদীর আশেপাশে ঘুরতে দেখা যায়। সর্বদা সজাগ থাকে। অন্য প্রাণীর আনাগোনা দেখলে নিরাপদ স্থানে উড়ে যায়। উড়ে যাবার সময় অন্যদের সাবধান করার জন্য “হট-টি-টি,হট-টি-টি” বা “ডিড-হি-ডু-ইট,ডিড-হি-ডু-ইট” বলে তীব্রস্বরে আওয়াজ করে।

বাসস্থান
মার্চ থেকে অগাস্টের মধ্যে ৪ টি ডিম দেয়। নোংরা মাটিতে বা পাথরের কাছাকাছি ডিম দেয়। ডিমের রঙ ধূসর বাদামী হয় ও তাতে কালো দাগ থাকে। মাটি বা পাথরের সঙ্গে সহজে পার্থক্য করা যায়না।

Story
In my childhood I heard a rhyme “Hattima tim tim/Tara mathe pare dim/Tader khara duto singh/Tara hattima tim tim”. Probably the rhyme was created based on a real bird “Red-Wattled Lapwing”. Unfortunately they do not carry horns. It was a indeed a funny imagination of the rhyme maker. I have never seen this bird before 2015. It was afternoon of a winter. I went to the river bank near my house. There I saw this bird searching food near water. It had noticed my presence and flied to a distant place. During its flight it was uttering a sound like “hottiti-hottiti”. Before It was gone I was successful to take some snaps of it.

No comments:

Post a Comment