Liitle Scaly-bellied Green Woodpecker | সবুজ ডোরা কাঠঠোকরা


Scientific Name
Picus xanthopygaeus

Bengali Name
Sobuj Dora Kaththokra | সবুজ ডোরা কাঠঠোকরা



Description
The size of the bird is little larger than myna. Grass green back with yellow rump. Greenish brown tail with white patches. Crown and crest is crimson in male and black in female.

Distribution
It is resident of Indian Union and Bangladesh.

Food
Ants, termite, beetle larvae, flower nectar is its main food.

Habits
It can be spotted in moist-deciduous and semi evergreen forests. Can be spotted near human habitations also. It is normally silent and sometimes generates typical woodpecker drumming sound.

Nesting
January to June is its nesting season. It creates hole in tree and lays 3 to 5 eggs. The color of the eggs are pure white.



বিবরণ
আকারে ময়নার চেয়ে সামান্য বড়। দেহের উপরের রঙ ঘাসের মতো সবুজ। লেজের অগ্রভাগ হলুদ। সবুজ বাদামী লেজ ও সাদা সাদা দাগ থাকে। পুরুষ পাখির মাথা ও ঝুঁটির রঙ তাম্রবর্ণের। স্ত্রী পাখির ক্ষেত্রে মাথা ও ঝুঁটি কালো।

বিস্তার
পুরো ভারতবর্ষ ও বাংলাদেশে দেখতে পাওয়া যায়।

খাদ্য
পিঁপড়ে, উইপোকা, গুবরে পোকার লার্ভা ও ফুলের মধু এর প্রধান খাদ্য।

স্বভাব
আর্দ্র-পর্ণমোচী ও আংশিক চিরহরিৎ অরণ্যের বাসিন্দা। মানুষের বসতির কাছাকাছিও দেখা যায়। সাধারণত চুপচাপ থাকে মাঝে মাঝে অন্যান্য কাঠঠোকরার মতো আওয়াজ করে।

বাসস্থান
জানুয়ারী থেকে জুন মাসের মধ্যে বাসা বানায়। গাছের গুঁড়িতে গর্ত তৈরী করে তাতে ৩ থেকে ৫ টা সাদা রঙের ডিম দেয়।

Story
There is a small betel nut forest near my house. I visit the area frequently to click photos of birds. I cannot remember the season of the year when I had clicked the above photo. I can remember it was noon and I was there with my camera. I saw this bird which was searching foods from the ground. As the color of the bird is green it was a near perfect camouflage with green grass but I identified it from the red color on its head. I clicked few photos with the maximum zoom capability of my camera. It fled quickly by noticing me when I tried to get near to click some clear photos.

No comments:

Post a Comment