কুটুরে পেঁচা (Spotted Owlet)

বিজ্ঞানসম্মত নাম – Athene Brama

পরিচিতি – আমাদের সবিশেষ পরিচিত পেঁচা । গ্রামে গঞ্জে পুরোনো বাড়ী, পুরোনো গাছের কোটরে থাকে । সাধারণত সাদা ফুটকি যুক্ত ধূসর বাদামী রঙের, গোলাকার মাথা ও হলুদ রঙের চোখ যুক্ত হয় । স্ত্রী ও পুরুষ পাখি একই রকমের হয় দেখতে । পুরো বাংলা দেশেই দেখতে পাওয়া যায় । তবে আকার ও রঙের পার্থক্যে তিন ধরনের দেখতে হয় । নিশাচর এই পাখিরা দিনের বেলায় গাছের কোটরে বা পুরোনো বাড়ীর গর্তে লুকিয়ে থাকে । রাতে গাছের ডালে অথবা টেলিগ্রাফের তারে বসে তীক্ষ্ণ নজর রাখে ও পোকামাকড় থেকে শুরু করে ইঁদুর, টিকটিকি এমনকি ছোট পাখিও ধরে খায় । নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে গাছের কোটর, বাড়ীর দেওয়ালের গর্তে, ছাদের কোনে বাসা বানায় ও ৩ থেকে ৪ টি ডিম দেয় ।

No comments:

Post a Comment