ছিটে ঘুঘু ( Spotted Dove )

বিজ্ঞানসম্মত নাম – Streptopelia Chinensis ( Scopoli )

পরিচিতি – এই পাখিটি ঘুঘু নামেই পরিচিত । অনেকটা পায়রার মতো আকৃতির হয় । দেহের উপরিভাগ সাদা ফুটকিযুক্ত গোলাপী-বাদামী ও ধূসর রঙের হয় । কাঁধের উপরিভাগে সাদাকালো ফুটকি দেখা যায় অনেকটা দাবার বোর্ডের মতো । স্ত্রী ও পুরুষ একই রকমের দেখতে হয় । একজোড়া একসঙ্গে অথবা অনেকগুলোকে একসঙ্গে বাড়ীর আশেপাশে অথবা চাষের জমির আশেপাশে দেখা যায় । “ক্রু-ক্রুক-ক্রুকো...ক্রু ক্রু ক্রু” শব্দ করে ডাকে । সারা বছরই গাছে অথবা পুরানো বাড়ীর কার্নিসে বাসা বানায় ও ২ টা ডিম দেয় ।

No comments:

Post a Comment