মেটে লটোড়া (Rufous-backed Shrike)

বিজ্ঞানসম্মত নাম – Lanius Schach Linnaeus

পরিচিতি – কপাল ও চোখের আশেপাশের অংশ কালো রঙে ঢাকা, লেজের শেষ দিকটা কালো রঙের ও পেটের দিকের কিছু অংশ বাদামী রঙের হয় । স্ত্রী ও পুরুষ একই রকমের দেখতে । গ্রাম বাংলার মাঠে বিশেষ করে চাষের ক্ষেতের আশেপাশে দেখতে পাওয়া যায় । খুব তীক্ষ্ণ স্বরে শিস দিয়ে ডাকে । ফড়িং , পোকামাকড়, টিকটিকি এমনকি ছোট ইঁদুর ধরেও খায় । ফেব্রুয়ারী থেকে জুলাই মাসের মধ্যে কম উচ্চতার গাছে সুতো, কাপড়ের টুকরো, ডালপালা দিয়ে বাসা বানায় ও ৩ থেকে ৬ টা ডিম দেয় ।

Story
There is a small jheel near my house, where different types of bird can be spotted during different season. I visit the place frequently when I am at my native place. Because of the geographical position and for being a well-wooded area, the place is popular among birds. That day I was standing on the road beside the jheel and was searching for birds. I saw this bird on a electric wire above a crop-field. That was first time I saw this bird. I captured its photo and later I had found that the bird was Ruous Rufous-backed Shrike.

No comments:

Post a Comment