ভাত শালিখ (Common Myna)

বিজ্ঞানসম্মত নাম – Acridotheres Tristis

পরিচিতি – গ্রাম বাংলার সবচেয়ে পরিচিত পাখি । ঘন বাদামী রঙের, উজ্জ্বল হলুদ চঞ্চু ও গোল গোল চোখ যুক্ত হয় । স্ত্রী ও পুরুষ পাখি উভয়েই এক রকমের হয় দেখতে । পুরো গ্রাম বাংলাতেই এর দেখা মেলে । লোকালয়েই বেশী দেখা পাওয়া যায় । পোকামাকড় থেকে শুরু করে ফল, রান্না ঘরের উচ্ছিষ্ট সবই খায় এরা । এরা মাথা সামনে পেছনে দুলিয়ে দুলিয়ে “কিক-কিক-কিক”,”কক-কক-কক” অথবা “চুর-চুর” শব্দ করে ডাকে । এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে গাছের মূল, শুকনো পাতা, ডাল এসব দিয়ে গাছের ডালে বা বাড়ীর ছাদের কোনে বাসা বানায় ও ৪ থেকে ৫ টা ডিম দেয় ।

Story
I cannot remember about the first image. I had captured the second image inside Jadavpur University. I was on my way to gate number 4 and beside the road I saw this myna sitting on a notice board. I was carrying my camera with me. So, I did not waste time and I got this beautiful image.

No comments:

Post a Comment