লাল ঘুঘু (Red Collared-Dove)

বিজ্ঞানসম্মত নাম – Streptopelia Tranquebarica( Hermann )

পরিচিতি – সাধারণ পরিচিত ঘুঘুর মতোই হয় । স্ত্রী ও পুরুষ পাখির মধ্যে সামান্য পার্থক্য থাকে । পুরুষ পাখির কাঁধের উপরে একটা গোলাপী লালরঙের রিং থাকে আর স্ত্রী পাখির বাদামী ধূসর রঙের রিং থাকে । সাধারণত চাষের জমির আশেপাশে বা খোলা মাঠে দেখতে পাওয়া যায় । “গ্রো-গুর-গ্রো,গ্রো-গুর-গ্রো” করে ডাকে । সাধারণত গাছের ডালে সারাবছর বাসা বানায় ।

No comments:

Post a Comment