ফিঙে পাখি (Black Drongo)


ফিঙে পাখি

বিজ্ঞানসম্মত নাম – Dicrurus macrocercus

পরিচিতি – ফিঙে গ্রাম বাংলার অতি পরিচিত । পুরো বাংলাদেশেই এই পাখিটি দেখতে পাওয়া যায় । এর রঙ পুরোপুরি কালো হয় , লেজটা লম্বা হয় ও লেজের শেষপ্রান্ত অনেকটা মাছের লেজের মতো হয় । পাখিটি সাধারণত টেলিগ্রাফের তারে অথবা বেড়ার ওপর বসে থাকে ও উড়ে উড়ে ফড়িং জাতীয় পোকামাকড় খায় । মোটামুটি উচ্চতায় গাছের ছোট ছোট ডাল দিয়ে এরা বাসা বাঁধে এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে । মাঝে মাঝেই ফিঙে বড় বড় পাখিদের আক্রমণ করে তাদের বাসার কাছে এলে । তাই অনেক পাখি এর বাসা এড়িয়ে চলে । অনেকে একে আক্রমণাত্মক পাখি হিসাবেও চেনে । ফিঙে মিষ্টি সুরে ডাকতেও পারে ।

Story
Before my marriage when I was in a relationship with my wife I used to visit Cooch Behar Raj Palace with her. One day we were walking on the road behind the palace. There I found the drongo sitting on a cable and captured its photo.

No comments:

Post a Comment