“ বহু দিন ধরে’ বহু ক্রোশ দূরেএই কয়েকটি লাইন সত্যজিত রায় কে উপহার দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশির বিন্দু । “
সত্যি কয়েকটি লাইন মনের এক অন্য দরজা খুলে দেয় । যে প্রকৃতিতে আমরা বাস করি তার কতটুকুই বা জানি, কতটুকুই বা চিনি । তাই অবসর সময় পেলেই ক্যামেরাটা হাতে নিয়ে বেড়িয়ে পড়ি এই বাংলার প্রকৃতিকে আরো ভালোভাবে জানতে আরো ভালোকরে চিনতে । মন দিয়ে যা উপভোগ করা যায় তা কি আর ক্যামেরায় বন্দী করা যায় ? তবুও চেষ্টা করি বাংলার প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্য কে হ্যাঁ না এর বিন্যাস এর ধারকে বন্দী করে রাখতে ।