বিজ্ঞানসম্মত নাম – Lanius Schach Linnaeus পরিচিতি – কপাল ও চোখের আশেপাশের অংশ কালো রঙে ঢাকা, লেজের শেষ দিকটা কালো রঙের ও পেটের দিকের কিছু অংশ বাদামী রঙের হয় । স্ত্রী ও পুরুষ একই রকমের দেখতে । গ্রাম বাংলার মাঠে বিশেষ করে চাষের ক্ষেতের আশেপাশে দেখতে পাওয়া যায় । খুব তীক্ষ্ণ স্বরে শিস দিয়ে ডাকে । ফড়িং , পোকামাকড়, টিকটিকি এমনকি ছোট ইঁদুর ধরেও খায় । ফেব্রুয়ারী থেকে জুলাই মাসের মধ্যে কম উচ্চতার গাছে সুতো, কাপড়ের টুকরো, ডালপালা দিয়ে বাসা বানায় ও ৩ থেকে ৬ টা ডিম দেয় । Story |
বিজ্ঞানস্মমত নাম – Sturnus Contra Linnaeus পরিচিতি – গ্রাম বাংলার মাঠে-ঘাটে ও চাষের জমিতে দেখতে পাওয়া যায় । সাদা ও কালো রঙের , ঘন কমলা রঙের চঞ্চু যুক্ত হয় । স্ত্রী ও পুরুষ পাখি একই ধরনের দেখতে হয় । নোংরা জায়গা, চাষের জমি থেকে পোকা মাকড় খুঁটে খায় । মার্চ থেকে সেপ্টেম্বর এর মধ্যে শুকনো গাছের ডাল, পাতা, ঘাস দিয়ে গাছে বাসা বানায় ও ৪ থেকে ৫ টা ডিম দেয় । Story |
বিজ্ঞানসম্মত নাম – Acridotheres Tristis পরিচিতি – গ্রাম বাংলার সবচেয়ে পরিচিত পাখি । ঘন বাদামী রঙের, উজ্জ্বল হলুদ চঞ্চু ও গোল গোল চোখ যুক্ত হয় । স্ত্রী ও পুরুষ পাখি উভয়েই এক রকমের হয় দেখতে । পুরো গ্রাম বাংলাতেই এর দেখা মেলে । লোকালয়েই বেশী দেখা পাওয়া যায় । পোকামাকড় থেকে শুরু করে ফল, রান্না ঘরের উচ্ছিষ্ট সবই খায় এরা । এরা মাথা সামনে পেছনে দুলিয়ে দুলিয়ে “কিক-কিক-কিক”,”কক-কক-কক” অথবা “চুর-চুর” শব্দ করে ডাকে । এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে গাছের মূল, শুকনো পাতা, ডাল এসব দিয়ে গাছের ডালে বা বাড়ীর ছাদের কোনে বাসা বানায় ও ৪ থেকে ৫ টা ডিম দেয় । Story |
Scientific Name Coracias benghalensis Bengali Name Nilkantho | নীলকণ্ঠ Description A beautiful bird with large head, heavy black bill, rufous-brown breast and pale blue abdomen and under tail. In flight the dark and pale blue portions of the wing show up as mesmerizing beauty. Sexes alike. Distribution It is a resident of Indian Union, Bangladesh, Sri Lanka, Pakistan, Myanmar. Food Insects, rodents and reptiles are its main food. Habits It resides near open cultivated country and light deciduous forest. It can be spotted on sitting on telegraph wires or any other point of vantage near cultivated land. It hunts frogs, large insects, lizards on the ground. It is called friend of farmers because it destroys a vast quantity of harmful insects for agriculture. Its call is like “kak kak kak”. Nesting It creates its nest from March to July in the holes of tree trunks at moderate heights with straw, rags and rubbish. Sometimes create nest in hole of building wall. It lays 4-5 glossy white eggs. Special Information It is the state bird of Odisha, Karnataka and Telangana in India. It used to be caught and released during festival Dashami, the last day of Durga Puja. বিবরণ বড় মাথা, মোটা কালো চঞ্চু, বাদামী বুক, হালকা নীল পেট ও লেজওয়ালা খুব সুন্দর পাখি। ওড়ার সময় ডানার হালকা নীল রঙ ও গাঢ় নীল রঙ দারুণ লাগে দেখতে। স্ত্রী ও পুরুষ একই রকমের দেখতে হয়। বিস্তার ভারতবর্ষ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান ও মায়ানমারে বাসিন্দা। খাদ্য কীটপতঙ্গ, বীবর ও সরীসৃপ জাতীয় প্রাণী এর প্রধান খাদ্য। স্বভাব কৃষিক্ষেত্রের বা কম ঘনত্বের পর্ণমোচী অরণ্যের আশেপাশে বাস করে। চাষের জমির আশেপাশে টেলিগ্রাফের তারে কিংবা কোন উঁচু জায়গায় শিকার ধরার জন্য বসে থাকে। উপর থেকে উড়ে এসে মাটি থেকে ব্যাঙ, টিকিটিকি বা বড় কীটপতঙ্গ ধরে খায়। ফসলের অপকারী কীটপতঙ্গকে ধ্বংস করার জন্য একে কৃষকদের বন্ধু বলা হয়। "কক কক কক" শব্দে ডাকে। বাসস্থান মার্চ থেকে জুলাইয়ের মধ্যে বাসা বানায়। মোটামুটি উচ্চতায় গাছের গুঁড়ির গর্তে খড়, নোংরা দিয়ে বাসা বানায়। অনেকসময় অট্টলিকার দেওয়ালের গর্তেও বাসা বানায়। চার থেকে পাঁচটি চকচকে সাদা রঙের ডিম দেয়। বিশেষ তথ্য ওড়িশা, কর্নাটক ও তেলেঙ্গানার রাজ্য পাখি। দুর্গাপূজার শেষদিন অর্থাৎ দশমীর দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। Story |
বিজ্ঞানসম্মত নাম – Merops orientalis
পরিচিতি - পাখিটি লম্বায় অনেকটা চড়ুই পাখির সমান । পাখিটির রঙ ঘাসের মতো সবুজ, মাথা ও গলাটা বাদামী হয় । লেজের মাঝের অংশ টা পেছনের দিকে অনেকটা লম্বা হয়ে পিনের আকারে শেষ হয় । এর চোখের উপরটা কালো ও গলার কাছেও একটা কালো রেখা থাকে । স্ত্রী ও পুরুষ পাখি একই রকমের হয় দেখতে হয় । টেলিগ্রাফের তারে, বাঁশের বেড়ার উপর বসে থাকতে দেখা যায় । সাধারণত চাষবাসের জমির কাছাকাছি, বনের আশেপাশে, জলা জমির কাছে এবং বাগানে একে বেশী দেখা যায় । কীট পতঙ্গ শিকার করে খেয়ে বেঁচে থাকে । একটানা “টিট-টিট” অথবা “ট্রি-ট্রি-ট্রি” স্বরে ডাকে । এটি ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে মাটিতে আড়াআড়ি ভাবে গর্ত করে বাসা তৈরি করে । গর্তের শেষে ডিমের জন্য জায়গা থাকে । Story |
ফিঙে পাখি |
বিজ্ঞানসম্মত নাম – Dicrurus macrocercus পরিচিতি – ফিঙে গ্রাম বাংলার অতি পরিচিত । পুরো বাংলাদেশেই এই পাখিটি দেখতে পাওয়া যায় । এর রঙ পুরোপুরি কালো হয় , লেজটা লম্বা হয় ও লেজের শেষপ্রান্ত অনেকটা মাছের লেজের মতো হয় । পাখিটি সাধারণত টেলিগ্রাফের তারে অথবা বেড়ার ওপর বসে থাকে ও উড়ে উড়ে ফড়িং জাতীয় পোকামাকড় খায় । মোটামুটি উচ্চতায় গাছের ছোট ছোট ডাল দিয়ে এরা বাসা বাঁধে এপ্রিল থেকে অগাস্ট মাসের মধ্যে । মাঝে মাঝেই ফিঙে বড় বড় পাখিদের আক্রমণ করে তাদের বাসার কাছে এলে । তাই অনেক পাখি এর বাসা এড়িয়ে চলে । অনেকে একে আক্রমণাত্মক পাখি হিসাবেও চেনে । ফিঙে মিষ্টি সুরে ডাকতেও পারে । Story |
Oriental Magpie Robin - Male | পুরুষ দোয়েল পাখি |
Oriental Magpie Robin - Female | স্ত্রী দোয়েল পাখি |
Scientific Name Copsychus saularis Bengali Name Doyel | দোয়েল Description Size is a bit smaller than Bulbul. Color from belly to under tail-coverts is white, patch of white is on the wing and rest of the body is black for the male bird. Black is replaced by grey in female. Distribution Can be spotted all over the subcontinent except arid areas. Absent above 2500 meters of elevation. Food Its diet chart contains Insects from the ground, invertebrates, flower nectar etc. Habits It is familiar bird in town or village. In non-breeding season it is shy, silent but in breeding season it utters whistling sound swee-ee or harsh chur-r. The male bird sings and jerks its tail perching on some tree-top or post to attract the female. Nesting April to July is nesting season in India and Bangladesh. It builds its nest with dry grass, rootlets, hair on holes of old wall, tree-trunk etc. Lay 3 to 5 eggs, pale blue green blotched and mottled with reddish brown. Special Information Oriental Magpie Robin or Doyel (দোয়েল) is the National Bird of Bangladesh. বিবরণ আকারে বুলবুলির চেয়ে সামান্য ছোট। পুরুষ দোয়েলের পেট থেকে লেজের নীচভাগ পর্যন্ত সাদা, ডানার উপর কিছুটা অংশ সাদা, বাকী শরীর কালো রঙের হয়। স্ত্রী দোয়েলের ক্ষেত্রে গায়ের রঙ কালোর পরিবর্তে ধূসর। বিস্তার শুষ্ক অঞ্চল বাদ দিয়ে বাকী উপমহাদেশে দেখা যায়। ২৫০০ মিটারের উপরে দেখা যায়না। খাদ্য খাদ্যতালিকায় রয়েছে কীটপতঙ্গ, মেরুদণ্ডহীন প্রাণী, ফুলের মধু ইত্যাদি। স্বভাব গ্রামাঞ্চল বা শহরাঞ্চলে পরিচিত পাখি। প্রজনন ঋতুতে “সুই-ই” স্বরে শিস দেয় অথবা কর্কশ “চুর-র” শব্দ করে। স্ত্রী দোয়েলকে আকর্ষণ করার জন্য পুরুষ দোয়েলকে গাছ বা পোলের উপর বসে লেজ নাচিয়ে শিস দিতে দেখা যায়। বাসস্থান এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে ভারতবর্ষে বাসা বানায়। শুকনো ঘাস, মূল এসব দিয়ে পুরানো বাড়ির কোটরে বা গাছের গুড়িতে বাসা বানায়। ৩ থেকে ৫ টা হালকা নীল রঙের লাল বাদামী দাগওয়ালা ডিম দেয়। বিশেষ তথ্য দোয়েল বা Oriental Magpie Robin হল বাংলাদেশের জাতীয় পাখি। Story |
“ বহু দিন ধরে’ বহু ক্রোশ দূরেএই কয়েকটি লাইন সত্যজিত রায় কে উপহার দিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ।
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশির বিন্দু । “
সত্যি কয়েকটি লাইন মনের এক অন্য দরজা খুলে দেয় । যে প্রকৃতিতে আমরা বাস করি তার কতটুকুই বা জানি, কতটুকুই বা চিনি । তাই অবসর সময় পেলেই ক্যামেরাটা হাতে নিয়ে বেড়িয়ে পড়ি এই বাংলার প্রকৃতিকে আরো ভালোভাবে জানতে আরো ভালোকরে চিনতে । মন দিয়ে যা উপভোগ করা যায় তা কি আর ক্যামেরায় বন্দী করা যায় ? তবুও চেষ্টা করি বাংলার প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য্য কে হ্যাঁ না এর বিন্যাস এর ধারকে বন্দী করে রাখতে ।
About Me
Suman Das
Software Engineer
I find it difficult to say something about myself. Saying something good is sign of pride and saying something bad is sign of over modesty.
Read More
Popular Posts
-
Scientific Name Oriolus xanthornus Bengali Name Kalomatha Benebou, Holud Pakhi | কালোমাথা বেনে বৌ, হলুদ পাখি Description The ...
-
Scientific Name Riparia paludicola Bengali Name Nakuti | নাকুটি Description A small brown bird with pale brownish grey throa...
-
Scientific Name Coracina macei Bengali Name Gudhuka, Kabasi | গুধুকা, কাবাসী Description It is a large grey bird, whitish from...