Common Hill-Myna | ময়না


Scientific Name
Gracula religiosa

Bengali Name
Myna, Pahari Myna | ময়না, পাহাড়ি ময়না



Description
A glossy black myna with conspicuous white patches on wings, yellow head wattles and powerful orange bill. It has short tail and broad wings. Wattles are differently shaped in other race and species. Sexes alike.

Distribution
In India it is resident of three distinct areas. From Almora to Arunachal Pradesh it is resident of Himalayan foothills. Absent above 1000 meters of elevation. It also resides the jungle areas in Chota Nagpur, Orissa and Madhya Pradesh. It can be spotted from Western Ghats to Mumbai, Andaman and Nicobars, Sri Lanka, Bangladesh etc.

Food
Like most starlings it eats fruits, nectar and insects.

Habits
Its is arboreal bird. A pair or a flock can be spotted in well-wooded country with other bird groups like green pigeons, hornbills or other frugivorous birds. During sunset perches on the bare branches of high trees and utters a loud, sharp shrieks. Very good at mimicking human voice and other sounds.

Nesting
The nesting season is from March to October. It uses grass, leaves, twigs, feathers to create its nest on natural hollows of tree trunks above 10 to 25 meters from ground. Lays 2 to 3 eggs, deep blue in color blotched with reddish brown.

Special Information
Common Hill-Myna is state bird of two states in India, Chhattisgarh and Meghalaya.



বিবরণ
গায়ের রঙ চকচকে কালো, ডানায় স্পষ্ট সাদা দাগ দেখা যায়। চোখের নীচে, মাথার পাশে ও পেছনে হলুদ রঙের মাংসল উপাঙ্গ থাকে। ঠোঁট শক্ত ও কমলা, লেজ আকারে ছোট ও ডানা আকারে বড় হয়। মাংসের উপাঙ্গের আকার স্থান ও প্রজাতি বিশেষে আলাদা হয়। স্ত্রী ও পুরুষ পাখি একই রকমের দেখতে হয়।

বিস্তার
ভারতবর্ষের তিনটি পৃথক জায়গায় দেখতে পাওয়া যায়। আলমোড়া থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত হিমালয়ের পাদদেশে ১০০০ মিটার উচ্চতা অবধি দেখা যায়। ছোটনাগপুর, ওড়িশা ও মধ্যপ্রদেশের জঙ্গলে দেখা যায়। এছাড়াও পশ্চিমঘাট পর্বতমালা থেকে মুম্বাই, বাংলাদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, শ্রীলঙ্কা তে দেখা যায়।

খাদ্য
অন্যান্য শালিখের মতো ফল, ফুলের মধু ও কীটপতঙ্গ খাদ্য হিসাবে গ্রহণ করে।

স্বভাব
বৃক্ষাচারী পাখি। গাছপালাযুক্ত অঞ্চলে একজোড়া বা একদল পাখিকে ঘুরতে দেখা যায়। অনেকসময় অন্যান্য ফলাহারী পাখি যেমন হরিয়াল, ধনেশ পাখির সঙ্গে দেখা যায়। সূর্যাস্তের সময় উঁচু গাছের ডালে বসে জোরালো তীব্র স্বরে ডাকে। মানুষের ডাক ও অন্যান্য শব্দকে খুব ভালো নকল করতে পারে।

বাসস্থান
মার্চ থেকে অক্টোবর হল এদের বাসা বানানোর সময়। ঘাস, লতাপাতা, ছোট কাঠি দিয়ে মাটি থেকে প্রায় ১০ থেকে ২৫ মিটার উপরে গাছের গুঁড়িতে বাসা বানায়। ২ থেকে ৩ টি গাঢ় নীল রঙের ডিম দেয়। ডিমের গায়ে লালচে-বাদামী ছোপ থাকে।

বিশেষ তথ্য
ময়না হল ভারতবর্ষের দুই রাজ্য ছত্রিশগড় ও মেঘালয়ের রাজ্য পাখি।

No comments:

Post a Comment