Fulvous-breasted woodpecker | পাকড়া কাঠঠোকরা


Scientific Name
Dendrocopos macei

Bengali Name
Pakra Kaththokra, Jorod Kaththokar, Batabi Kathkurali | পাকড়া কাঠঠোকরা, জরদ কাঠঠোকরা, বাতাবি কাঠকুড়ালি



Description
It is a medium sized pied woodpecker. Its upper part is black and heavily barred white. Underparts are lightly streaked dirty buff. Undertail is red. Black line is there in white cheek. Crown is red in male with orange forehead and black in female.

Distribution
It is resident of north eastern hills in India, Bangladesh and South East Asia.

Food
It takes ants, insects, larvae, berries and fruits as food.

Habits
It is resident of forest or forest edges. It can be spotted singly or in pairs well-wooded areas near human habitations. Most of the times it can be spotted nibbling on tree trunks using its strong beak and using its tail as prop. It utters a rapid “pik-pipipipipi” call.

Nesting
January to May is its nesting season. It creates its nest in self made tree hole.



বিবরণ
মাঝারি আকারের দাগী কাঠঠোকরা। দেহের উপরিভাগের রঙ কালো ও তাতে সাদা রঙের দাগ থাকে। দেহের নীচের দিকের অংশ হালকা দাগযুক্ত হলদেটে হয়। লেজের নীচের দিকের রঙ লাল। গালে কালো রঙের দাগ দেখা যায়। পুরুষ পাখির ক্ষেত্রে মাথার উপরিভাগের রঙ লাল ও সামনের দিকে কমলা হয়, স্ত্রী পাখির ক্ষেত্রে মাথার উপরিভাগের রঙ কালো।

বিস্তার
ভারতবর্ষে উত্তরপূর্বের পাহাড়ী অঞ্চলে, বাংলাদেশ ও দক্ষিন-পূর্ব এশিয়ার বাসিন্দা।

খাদ্য
পিঁপড়ে, কীটপতঙ্গ, লার্ভা, ফল খাদ্য হিসেবে গ্রহণ করে।

স্বভাব
অরণ্য বা অরণ্যের আশেপাশে বসবাস করে। একা বা একজোড়া পাখিকে মানুষের বসতির আশেপাশে গাছপালাযুক্ত অঞ্চলে দেখা যায়। বেশীরভাগ সময়ই লেজের সাহায্যে গাছের গুঁড়িকে শক্ত করে ধরে চঞ্চু দিয়ে গাছের ছাল ঠোকরাতে দেখা যায়। একটা চঞ্চল "পিক-পিপিপিপিপি" স্বরে ডাকে।

বাসস্থান
জানুয়ারী থেকে মে মাসের মধ্যে বাসা বানায়। গাছের গুঁড়িতে গর্ত বানিয়ে সেখানে বাসা বানায়।

Story
I cannot remember when I have seen this bird for the first time as it is a regular visitor in my neighborhood. It indicates its presence by its nibble sound on rigid tree trunk and allows me to find it easily. Unlike finding this bird, capturing its photo is little difficult because it is very restless while it nibbles on tree trunk and jumps from one to another tree. The two photos given above are captured near my residence. The first photo is captured beside my home and the second photo is captured in a small betel-nut forest near my home. I cannot remember much about the days.

No comments:

Post a Comment