White Breasted Waterhen | ডাহুক


Scientific Name
Amaurornis phoenicurus

Bengali Name
Dahuk, Dholabuk Dahuk, Daik | ডাহুক, ধলাবুক ডাহুক, ডাইক



Description
It is a large long-necked grey and white bird. From rear crown to tail is slaty-grey, face and breast is prominent white and orange under the tail. Legs are long and yellowish. Sexes alike.

Distribution
It is resident of Indian Union, Bangladesh, Pakistan, Sri Lanka, Maldives and Myanmar.

Food
Insects, worms, grains are its main food.

Habits
It can be spotted near ponds, jheels, marshy lands. It is very shy bird. It becomes noisy during the breeding season. It utters a loud call “krr-kwak-kwak” or “kook-kook-kook” during evening.

Nesting
June to October is its nesting season. It creates a cup like nest in bushes near water. It lays 6 to 7 pinkish white eggs blotched with reddish brown.



বিবরণ
সাদা ও ধূসর কালো রঙের লম্বাগ্রীবাযুক্ত পাখি। মাথার শেষভাগ থেকে দেহের শেষভাগ পর্যন্ত রঙ শ্লেটের মতো, মুখ ও বুকের রঙ স্পষ্ট সাদা, লেজের নীচের দিকে কমলা রঙ দেখা যায়। পা গুলো হলদেটে ও লম্বা। স্ত্রী ও পুরুষ দেখতে একই রকমের হয়।

বিস্তার
ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মায়ানমারের বাসিন্দা।

খাদ্য
কীটপতঙ্গ, পোকামাকড়, খাদ্যশস্য এর প্রধান খাদ্য।

স্বভাব
পুকুর, ঝিল বা জলাজমির আশেপাশে দেখা যায়। খুব লাজুক পাখি। প্রজনন ঋতুতে উচ্চস্বরে ডাকে। উচ্চস্বরে "করর-কোয়াক-কোয়াক" কিংবা "কুক-কুক-কুক" করে সন্ধেবেলার দিকে ডাকে।

বাসস্থান
জুন থেকে অক্টোবরের মধ্যে বাসা বানায়। জলের ধারে কোনো ঝোপের মধ্যে কাপের মতো বাসা বানায়। ৬ থেকে ৭ টা বাদামী ছিটযুক্ত গোলাপী সাদা ডিম দেয়।

No comments:

Post a Comment