সাদা বুক মাছরাঙা (White-breasted Kingfisher)

বিজ্ঞানসম্মত নাম - Halcyon smyrnensis

পরিচিতি - গ্রাম বাংলার অতি পরিচিত পাখি। নদী, পুকুর, খাল বা চাষের জমির আশেপাশে বসে থাকতে দেখা যায়। চঞ্চু আকারে বড়, মাথার উপরের দিকটা চকোলেট রঙের, বুকের রঙ সাদা ও ডানার রঙ নীল হয়। স্ত্রী ও পুরুষ পাখি একই ধরনের দেখতে হয়। এই মাছরাঙাই সবচেয়ে বেশী দেখা যায়। খাদ্য হিসেবে মাছ, ব্যাঙ, টিকটিকি এসব খেয়ে থাকে। ওড়ার সময় মাঝে মাঝে খুব উচ্চস্বরে ডাকে। মার্চ থেকে জুলাই এর মধ্যে নদী বা পুকুরের ধারে গোল গর্তের মধ্যে বাসা বানায় ও ৪ টা থেকে ৭ টা ডিম দেয়।

No comments:

Post a Comment