Small Blue Kingfisher | ছোট মাছরাঙা


Scientific Name
Alcedo atthis

Bengali Name
Choto Machranga, Pati Machranga | ছোট মাছরাঙা, পাতি মাছরাঙা



Description
It is a blue and green little kingfisher. The underparts are rust colored and the tail is short. The bill is dark, long, straight and pointed. Sexes alike.

Distribution
It is resident of Indian Union, Bangladesh, Pakistan, Sri Lanka and Myanmar.

Food
Small fishes, tadpoles and aquatic insects are its main food.

Habits
It perches on tree branch, cables near ponds or small streams and looks for its prey and jumps to water to hunt. Occasionally it also hovers like Pied Kingfisher. It utters a sharp “chichee, chichee” sound when it moves from one to another place.

Nesting
It creates its nest, a horizontal tunnel dug into earth-bank of pond or waterbody from March to June. The ending of the tunnel has a widened egg chamber. It lays 5 to 7 white glossy eggs. Both sexes share parental duties.



বিবরণ
নীল-সবুজাভ ছোট মাছরাঙা। দেহের নীচের দিকের রঙ মরচের মতো। লেজের আকার ছোট হয়। চঞ্চু লম্বা, শক্ত, সোজা এবং গাঢ রঙের। স্ত্রী ও পুরুষ পাখি একই রকমের হয়।

বিস্তার
ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মায়ানমারের বাসিন্দা।

খাদ্য
ছোট মাছ, ব্যাঙাচি, জলের পোকা এর প্রধান খাদ্য।

স্বভাব
পুকুর বা ছোট জলপ্রবাহের কাছাকাছি কোনো ডালে, তারে বসে নজর রাখে ও জলে ঝাঁপ দিয়ে শিকার করে। কখনো কখনো পাকড়া মাছরাঙার মতো জলের উপরে ওড়ে। এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাবার সময় "চাইচি, চাইচি" শব্দে ডাকে।

বাসস্থান
মার্চ থেকে জুনের মধ্যে পুকুর বা জলাশয়ের ধারে মাটিতে লম্বা টানেলের মতো গর্ত করে বাসা বানায়। বাসার শেষদিকে বড় ডিম রাখার জায়গা থাকে। ৫ থেকে ৭ টা চকচকে সাদা ডিম দেয়। স্ত্রী ও পুরুষ উভয়েই বাচ্চা লালনপালনের দায়িত্ব পালন করে।

No comments:

Post a Comment