Scarlet Minivet | সিঁদুরে সহেলি

Male Scarlet Minivet | পুরুষ সিঁদুরে সহেলি Female Scarlet Minivet | স্ত্রী সিঁদুরে সহেলি

Scientific Name
Pericrocotus flammeus

Bengali Name
Sindure Saheli, Sindure Sat Saheli, Sona Pakhi | সিঁদুরে সহেলি, সিঁদুরে সাত সহেলি, সোনা পাখি



Description
Little smaller than Bulbul. The male has black upper parts and head and scarlet underparts, tail edges and wing patches. It Female the scarlet is replaced by bright yellow.

Distribution
It is resident of Indian Union upto 2000 meters in Himalayas, Bangladesh, Sri Lanka, Myanmar.

Food
It eats insects, larvae.

Habits
It is arboreal bird. It can be spotted with its sexual partner moving from one tree to another. It is resident of evergreen forest. It utters a pleasant “whee-tweet” or “whiriri, whiriri” sound.

Nesting
April to July is its nesting season. A cuplike nest is created with rootlets, bast fibres, cobwebs etc. It lays 2 to 4 pale sea green eggs blotched with dark brown. Both sexes share parental duties.



বিবরণ
বুলবুলির চেয়ে আকারে ছোট। পুরুষ পাখির দেহের উপরের অংশ কালো ও নীচের অংশ সিঁদুরে লাল, লেজের পাশে ও ডানায় সিঁদুরে লাল দাগ উপস্থিত। স্ত্রী পাখিতে সিঁদুরে লাল এর জায়গায় উজ্জ্বল হলুদ রঙ থাকে।

বিস্তার
ভারতবর্ষে হিমালয়ের ২০০০ মিটার পর্যন্ত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মায়ানমারের বাসিন্দা।

খাদ্য
কীটপতঙ্গ ও লার্ভা খাদ্য হিসেবে গ্রহণ করে।

স্বভাব
বৃক্ষাচারী পাখি। সাধারণত জোড়ায় এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে চলাফেরা করে। চিরহরিৎ অরণ্যের বাসিন্দা। শ্রুতিমধুর "হুই-টুইট" বা "হুইরিরি,হুইরিরি" শব্দে ডাকে।

বাসস্থান
এপ্রিল থেকে জুলাই হল এর বাসা বানানোর ঋতু। গাছের বাকল, মুল, মাকড়সার জাল দিয়ে কাপের মতো বাসা বানায়। ২ থেকে ৪ টি নীলাভ সবুজ রঙের ডিম দেয়। ডিমে গাঢ বাদামী রঙের ছিট থাকে। স্ত্রী ও পুরুষ দুজনেই বাচ্চা লালনপালনের দায়িত্ব পালন করে।

Story
The above two photos were clicked inside Buxa Tiger Reserve Forest near Raja Bhat Khawa. I went there with my friend Subhajit. We travelled by a bus in the morning from my hometown and it took about one and half hours to reach Alipurduar. From Alipurduar we travelled by an Auto to reach Raja Bhat Khawa. We walked inside the forest for half hour and near a small flow of water I got these two bird jumping from one branch to another and tweeting. I did not waste time and clicked some photos. As the trees are very tall and the forest is very dense there the couple disappeared quickly.

No comments:

Post a Comment