সাদা মাছরাঙা (Lesser Pied Kingfisher)

বিজ্ঞানসম্মত নাম - Ceryle rudis

পরিচিতি - পাখিটি বাংলাদেশে ফাটকা মাছরাঙা বা কারিকাটা নামেও পরিচিত। মাছ শিকার করার কৌশল দেখার মতো। পাখিটির রঙ সাদা ও কালো, একটা লম্বা শক্ত চঞ্চু থাকে। পুকুর, নদী বা ঝিলের ধারে বসে থাকতে দেখা যায়। শিকার করার সময় জলের উপরে গিয়ে একটি স্থির অবস্থানে উড়তে থাকে, তারপর হঠাৎ জলে ঝাঁপ দিয়ে মাছ শিকার করে। মাছ, ব্যাঙ, জলের পোকা খাদ্য হিসাবে গ্রহণ করে। অক্টোবর থেকে মে মাসের মধ্যে বাসা বানায় ও ৫ থেকে ৬ টা ডিম দেয়।

No comments:

Post a Comment