কাঠঠোকরা (Lesser Golden-backed Woodpecker)

বিজ্ঞানসম্মত নাম - Dinopium benghalense

পরিচিতি - পিঠের রঙ উজ্জ্বল সোনালী ও কালো রঙের হয়, মাথার রঙ লাল রঙের হয়। পুরো বাংলাদেশেই দেখা মেলে। ওড়ার সময় উচ্চস্বরে আওয়াজ করে ওড়ে। সাধারণত গাছের গায়ে ঠুকরে ঠুকরে পোকামাকড় খায়। মার্চ থেকে অগাস্টের মধ্যে গাছের কোটরে বাসা বানায় ও ৩ টি ডিম দেয়।

No comments:

Post a Comment