দেশী পাওই (Grey-headed Starling)

বিজ্ঞানসম্মত নাম - Sturnus malabaricus

পরিচিতি - মাথার উপরের দিকের রঙ ধূসর, বুকের নীচের দিকে হালকা বাদামী, ডানার রঙ কালচে রঙের হয়। স্ত্রী ও পুরুষ পাখি একই রকমের দেখতে হয়। পুরো বাংলাদেশেই দেখা যায়। মানুষের বসতির কাছাকাছি দেখা যায়। বিভিন্ন ফল, ফুল ও পোকামাকড় খায়। মার্চ থেকে জুনের মধ্যে ঘাস লতাপাতা দিয়ে বসন্তবৌরি বা কাঠঠোকরার পরিত্যক্ত কোটরে বাসা বানায় ও ৩ থেকে ৫ টা ডিম দেয়।

No comments:

Post a Comment