Gray-headed Flycatcher | জারদ-ফুটকি


Scientific Name
Culicicapa ceylonensis

Bengali Name
Jard-Futki, Futfuti | জারদ-ফুটকি, ফুটফুটি



Description
It is a tiny greenish yellow restless flycatcher. It has ashy grey head, neck and breast and bright yellow underparts. Sexes alike.

Distribution
It is resident of entire Indian Union, Bangladesh, Pakistan(except the arid areas) and Sri Lanka.

Food
Insects and flies are its main food.

Habits
It is resident of well-wooded country, plantations and gardens. It can be spotted singly flycatching from branches in gardens or well-wooded area. It utters a loud high-pitched repeated “chik...whichee-whichee” sound.

Nesting
It creates half cup like nest from April to June in tree trunks with moss and lichens. It lays 3 to 4 cream colored eggs.



বিবরণ
সবুজাভ হলুদ রঙের চঞ্চল মক্ষিকা-শিকারী। মাথা, কাঁধ ও বুকের রঙ ছাইরঙের ও দেহের নীচের অংশ উজ্জ্বল হলুদ। স্ত্রী ও পুরুষ পাখি একইরকমের দেখতে হয়।

বিস্তার
সারা ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান(রূক্ষ অঞ্চল বাদে) ও শ্রীলঙ্কার বাসিন্দা।

খাদ্য
কীটপতঙ্গ ও মক্ষিকা এর প্রধান খাদ্য।

স্বভাব
গাছপালাযুক্ত অঞ্চল ও বাগানে বাস করে। গাছের ডাল থেকে উড়ে উড়ে মাছি শিকার করতে দেখা যায়। উচ্চস্বরে "চিক...উইচি-উইচি" শব্দে ডাকে।

বাসস্থান
এপ্রিল থেকে জুন মাসের মধ্যে শ্যাওলা জাতীয় গাছ দিয়ে গাছের গুঁড়িতে বাসা বানায়। ৩ থেকে ৪ টি ঘিয়ে রঙের ডিম দেয়।

Story
The above photo was taken backside of my home. It was afternoon and after listening to its sharp call I went backside of my house. There I spotted it while it was hunting flies from air. Due to the afternoon light I got some clear pictures of the bird there.

No comments:

Post a Comment