গো বক (Cattle Egret)

বিজ্ঞানসম্মত নাম - Bubulcus ibis

পরিচিতি - প্রজনন ঋতু ব্যতীত পুরো সাদা রঙের হয়, প্রজনন ঋতুতে শরীরে কমলা রঙের দাগ দেখা যায়। পুরো বাংলাদেশেই দেখতে পাওয়া যায়। সাধারণত মাঠে বিচরণরত গরুর পেছনে পেছনে ঘুরে বেড়ায় ও মাটি থেকে পোকামাকড় খুঁটে খায়। পোকামাকড় ছাড়াও মাছ, ব্যাঙ, টিকটিকি খাদ্য হিসাবে গ্রহণ করে।

No comments:

Post a Comment