Blue-tailed Bee-eater | নীললেজ বাঁশপাতি


Scientific Name
Merops philippinus

Bengali Name
Nillej Bashpati, Nillej Suichora | নীললেজ বাঁশপাতি, নীললেজ সুইচোরা



Description The size is little smaller than bulbul and larger than small bee-eater. The beak is black and a blackstrip is present from the beak to neck covering the eye. The head, breast and near the neck the color is chestnut or brown. The wings are greenish-blue, the rump and tail is blue. Adults has long tail pins. Sexes alike.

Distribution It can be spotted throughout the Indian union, Bangladesh, Sri Lanka, Pakistan upto 1000 meters in the Himalayas. It is winter visitor of Andaman and Nicobars.

Food It eats mainly dragonflies, bees, wasps etc.

Habits It likes to reside in wooded country where jheels or streams are available. It perches on wires and branches and hunts bees, dragonflies, wasps etc. It’s call is like “te-tew,te-tew” and discernible from the call of small bee-eater.

Nesting March to June is its nesting season. It creates its nest in river banks. The nest is like a tunnel with an egg chamber at the end. It lays 5 to 7 white roundish oval eggs. Both sexes share the parental responsibilities.



বিবরণ আকারে ছোট বাঁশপাতির চেয়ে সামান্য বড় ও বুলবুলির চেয়ে সামান্য ছোট। চঞ্চুর রঙ কালো, চঞ্চু থেকে শুরু করে চোখের পাশ দিয়ে ঘাড় পর্যন্ত কালো দাগ থাকে। মাথা, বুক ও ঘাড়ের সামান্য অংশের রঙ বাদামী। ডানার রঙ সবুজাভ-নীল, লেজের রঙ নীল। প্রাপ্তবয়স্ক পাখিদের লেজের ডগা সূঁচালো হয়। স্ত্রী ও পুরুষ পাখি একই রকমের দেখতে হয়।

বিস্তার পুরো ভারতবর্ষে, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায় দেখা যায়। হিমালয়ের ১০০০ মিটারের উপরে অনুপস্থিত। শীতকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়।

খাদ্য ফড়িং, মৌমাছি, মাছি এর প্রধান খাদ্য।

স্বভাব গাছপালাযুক্ত অঞ্চলে জলাশয়ের কাছে থাকতে ভালোবাসে। গাছের ডাল কিংবা তারের উপরে বসে থাকে ও সেখান থেকে উড়ে মৌমাছি বা ফড়িং শিকার করে।""টি-টিউ, টি-টিঊ" শব্দে ডাকে যা ছোট বাঁশপাতির থেকে সহজেই আলাদা করা যায়।

বাসস্থান মার্চ থেকে জুন মাসের মধ্যে নদীর ধারে গর্ত করে বাসা বানায়। গর্তের শেষের দিকে ডিমের জন্য আলাদা জায়গা থাকে। ৫ থেকে ৭ টা সাদা ডিম দেয়। স্ত্রী ও পুরুষ উভয়ে মিলেই সন্তান লালনপালনের দ্বায়িত্ব পালন করে।

No comments:

Post a Comment