গাঙ শালিখ (Bank Myna)

বিজ্ঞানসম্মত নাম - Acridotheres ginginianus

পরিচিতি - দেখতে অনেকটা ভাত শালিখের মত। চোখের পাশের রঙ ইটরঙের হয়। স্ত্রী ও পুরুষ পাখি একই রকমের দেখতে হয়। প্রায় পুরো বাংলাদেশেই দেখতে পাওয়া যায়। সাধারণত রেল স্টেশন বা নদীর তীরে মে থেকে আগস্টের মধ্যে বাসা বানায়।

1 comment: