Alexandrine Parakeet | চন্দনা


Scientific Name
Psittacula eupatria

Bengali Name
Chandana | চন্দনা



Description
A large grass-green parakeet with massive deeply hooked bill and conspicuous maroon patch on each shoulder. The female lacks the rose-pink and black collar of the male.

Distribution
It is a resident of Indian Union, Bangladesh, Srilanka, Myanmar and some parts of Pakistan.

Food
Fruits, cereal, vegetables are its main food.

Habits
It lives near wooded country, orchards and land of cultivation. Occasionally large flocks damages huge amount of ripening fruits and cereals. Voice is deeper and more powerful than other parakeet species.

Nesting
It uses hollow in the trunk of trees at moderate height excavated by birds as its nest. Occasionally uses natural tree hollow or holes in walls of buildings. It lays 2 to 4 white eggs. Both sexes share parental duties.

Special Information
A popular cage bird (illegal) and it learns to repeat a few words. It is named after Alexander the Great, who transported numerous birds from Punjab to various European and Mediterranian countries.



বিবরণ
বড় বাঁকানো চঞ্চুযুক্ত ও ডানায় মেরুন রঙের দাগযুক্ত বড় টিয়া। পুরুষ পাখির মতো গোলাপী-কালো গলাবন্ধ স্ত্রী পাখির ক্ষেত্রে অনুপস্থিত।

বিস্তার
পুরো ভারতবর্ষে, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমারে ও পাকিস্তানের কিছু অংশে দেখা যায়।

খাদ্য
ফল, খাদ্যশস্য, সবজি এর প্রধান খাবার।

স্বভাব
গাছপালাযুক্ত অঞ্চলে বা শস্যখেতের আশেপাশে বসবাস করে। কখনো কখনো ঝাঁকে ঝাঁকে এসে শস্য ও পাকা ফল নষ্ট করে। অন্যান্য টিয়াদের তুলনায় এর কণ্ঠস্বর আরও গভীর হয়।

বাসস্থান
মোটামুটি উচ্চতায় গাছের গুঁড়িতে পাখিদের বানানো গর্তে বাস করে। অনেকসময় প্রাকৃতিকভাবে সৃষ্ট গাছের গুঁড়ির গর্তে বা অট্টালিকার দেওয়ালের গর্তেও বাসা বানায়। দুই থেকে চারটি সাদা ডিম দেয়। স্ত্রী ও পুরুষ উভয়েই পিতামাতার কর্তব্য পালন করে।

বিশেষ তথ্য
এটি জনপ্রিয় খাঁচার পাখি যা অবৈধ। এটির নামকরণ হয়েছে আলেকজান্ডার দ্য গ্রেটের নামে কারণ আলেকজান্ডার প্রচুরসংখ্যক এই পাখি ইউরোপ ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে পাঠিয়েছিলেন।

1 comment:

  1. এটা কি কাঁঠাল পাখি বলে ডাকে? অডিও ফাইল দিতে পারি

    ReplyDelete